দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, রায়গঞ্জ থানাসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ।
ধানঘরা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুন, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব খন্দকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, জামায়াতে ইসলামীর আমির মো. আলী মর্তুজাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।