মনোয়ার বাবু,ঘোড়াঘাট, (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে একটি মাজারের বাৎসরিক ওরসে গান-বাজনা, মাদক সেবনসহ অশ্লীল সব কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে লাঠি মিছিল ও আগুন দিয়েছে তৌহিদি জনতা ও সীরাতে মুস্তাকিম পরিষদ নামে একটি সংগঠন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে ওরসের নামে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে আয়োজন প্রতিহতের ঘোষণা দেওয়া হয়েছিল। অন্যদিকে এর মধ্যেই চলছে তিন দিনব্যাপী ওরস উদ্যাপনের প্রস্তুতি। মিছিলটি মাজারে সামনে গেলে উত্তেজিত জনতা আগুন দিয়ে পুড়িয়ে দেয় সেই মাজার। চলে হামলা,ভাংচুর ও লুটপাট।
উপজেলার সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর গুচ্ছগ্রাম এলাকায় রহিম শাহ বাবা ভান্ডরীর মাজারে ওই ওরসের আয়োজন চলছিলো। এখানে ১৭ থেকে ১৯ ফাল্গুন (২ থেকে ৪ মার্চ) পর্যন্ত বাৎসরিক ওরস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
স্থানীয় জনতা ও সীরাতে মুস্তাকিম পরিষদ অভিযোগ করে বলেন, ওরসের নামে বিদাত ও শিরক করা হয় ওই মাজারে। তারা তাদের পীরকে খোদা মনে করে, কথিত পীরকে সরাসরি সিজদা করেন। তারা মোমবাতি জ্বালিয়ে অগ্নি পূজার মত করে পূজা করেন। মাজারের লোকজন প্রতি সোম ও বৃহস্পতিবার ঢোল, তবলা ও হরেকরকম বাদ্যযন্ত্র ব্যবহার করে গান,বাজনা ও জিকির করেন। প্রতি বছর ১৮ ফাল্গুন ওরসের নামে নারী-পুরুষ একত্রে হয়ে ভণ্ডামি ও মাদক সেবন করেন। এছাড়া মাজার প্রাঙ্গণে নামাজ পড়ার জন্য কোন মসজিদ নেই। মুসলমান হয়ে কোরআন ও ইসলামের সাথে সাংঘর্ষিক কাজ করেছেন তাঁরা।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী এবং আমরা এসেছি। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। ফায়ারসার্ভিস আগুন নিভানোর কাজ করছেন। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat