প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ১০:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ৮:৪৬ পি.এম
মেহেরপুরে আনন্দ ভ্রমণে আক্কাস লেক ভিউ পার্ক

মাহাবুল ইসলাম মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার আজান গ্রাম সর্বস্তরের মানুষ ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়া জন্য চুয়াডাঙ্গার আক্কাস আলী লেক ভিউ পার্ক এ ভ্রমন করেন।
বুধবার (৩ এপ্রিল), সকাল সাড়ে ১০ টার দিকে আজান বড় পুকুর পাড়া থেকে ঈদ আনন্দ সফর উপলক্ষে বাসযোগে প্রায় অর্ধশতাধিক মানুষ ভ্রমনের উদ্দেশ্য চুয়াডাঙ্গার বদরগঞ্জ এলাকায় আক্কাস আলী লেক ভিউ পার্ক এন্ড রিসোর্টের উদ্দেশ্যে রওয়ানা হয়।
ঈদের আনন্দ ওবিনোদনের জন্য একটি পারফেক্ট জায়গা মনে হয়েছে সেটাকে। অসাধারণ লেক ভিউ এবং আধুনিক মানের রাইডে চড়ার আনন্দই অন্য রমক ছিল তাদের মাঝে। অবশেষে সন্ধা ৭ টার দিকে বাসভবনের উদ্দেশ্যে ফিরে আসা হয়।
আজান তরুণ উদয় সিসিজি, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম গোলাপের নেতৃত্বে বিশিষ্ট সমাজসেবক কিফাত আলী, আলাউদ্দিন, মহিউদ্দিন, নিয়াজ আলী, মামুন, জালাল উদ্দিন, রশিক আলী, ইউসুফ আলী,ওবির আলী ও দৈনিক পর্ব দিগন্ত ও দেশ সেবার মেহেরপুর প্রতিনিধি মাহাবুল ইসলাম এ ভ্রমণে অংশ গ্রহণ করেন।
শুধু ছেলেরা না মেয়েরাও ছিল এই ভ্রমনে তবে মেয়েদের নেতৃত্ব ছিলো আলাদা রিনা খাতুনের নেত্রীতে শাপলা খাতুন, হাসি আক্তার, জসনা, লতা,রজিনা, তানিয়া, তৃপ্তি, সমাপ্তি, আছমিনা সহ অনেকে।
খাইরুল ইসলাম গোলাপ বলেন আমি অনেক জায়গায় ভ্রমণ করেছি তবে আক্কাস আলী লেক ভিউ পার্ক দর্শনার্থীদের জন্য মনোমুগ্ধকর পার্ক, তৃপ্তি খাতুন বলে আমি এখানকার সব যায়গায় ঘুরেছি।
মহিরউদ্দিন বলে শেষ বয়সে এসে আমি এমন আনন্দ পাবো ভাবতে পারিনি কিফাত আলী সহ আরো অনেকে বলেন আক্কাস আলী লেক ভিউ পার্ক দর্শনার্থীদের জন্য মনোমুগ্ধকর পার্ক এখানে না আসলে বুঝবে না।
আক্কাস আলী লেক ঘুরে দেখা যায় বিভিন্ন জেলা থেকে ভ্রমণ পিপাসুদের উপচেপড়া ভিড়, দেশের বিভিন্ন জায়গায় থেকে আসা মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর ও মাগুরার কয়েক জেলার দর্শনার্থী ভিড় দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat