প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ১১:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৫, ৬:০২ পি.এম
মেহেরপুরে আলু উত্তোলন শুরু, দাম নিয়ে হতাশা

মাহাবুল ইসলাম গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের বিভিন্ন এলাকায় আগাম আলু উত্তোলন করতে শুরু করেছেন কৃষকরা। তবে দাম নিয়ে হতাশায় পড়েছেন। বেশি দামে আলুর বীজ সংগ্রহ করে এখন ১৪/২০ টাকা কেজি দরে আলু বিক্রি করছেন তিনারা। এতে করে ক্ষতির আশঙ্কায় পড়েছেন। তবে বিভিন্ন জেলার বিভিন্ন হাট-বাজারে এসব আলু এখনও বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।
শুক্রবার(১৭ জানুয়ারি), সরেজমিনে মেহেরপুরের সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের আলু উত্তোলনের দৃশ্য চোখে মেলে।
মেহেরপুর সদর উপজেলার বেলতলা পাড়া ও শ্যামপুর গ্রামের কয়েকজন কৃষক জানান, প্রতিবারের ন্যায় এবারও তিনারা অধিকাংশ জমিতে আলুর চাষ করেন কিন্তু আশানুরুপ দাম না পাওয়ায় তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। বিগত বছরগুলোতে লাভের মুখ দেখলেও এবার বিঘা প্রতি জমিতে ৪৫/৬০ হাজার টাকা খরচ করে বিক্রিতে লোকসান গুনতে হচ্ছে।
তিনারা জানান, প্রতি বিঘা জমির আলু ক্ষেত থেকে বিক্রি হচ্ছে ৩০/৩৫ হাজার টাকা। এতে করে বিঘা প্রতি জমিতে লোকসান গুনতে হচ্ছে ১০/২০ হাজার টাকা।
এমতবস্থায় বিদেশি আলু আমদানি বন্ধ করাসহ চাষিদের আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষি বিভাগের সহযোগিতা কামনাসহ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
কৃষকদের অনেকে বর্গা নিয়ে এবং কৃষি ঋণ নিয়েও আলুর আবাদ করেছেন। বাজার মূল্য কম হওয়ায় ঋণ পরিশোধ কিভাবে করবে এ নিয়েও তাদের কপালে চিন্তার ভাজ। আগামীতে দেশে আলুর চাহিদা পূরণে আলুর আবাদে কৃষকদের বাঁচাতে বিদেশি আলু আমদানি বন্ধের জোর দাবি কৃষকদের।
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় আলু চাষ হয়েছে ১ হাজার ১'শ ১৫ হেক্টর জমিতে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat