প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৪, ১:১০ এ.এম
মেহেরপুরে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের ৫ম মৃত্যু বার্ষিকী পালন

মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ এর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) রাতে জেলা জাতীয় পার্টির কাথুলী কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা জাতীয় পার্টির নেতা মোঃ ওহাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ মসলেম আলী।
বিশেষ অতিথি হিসেবে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, উহাব আলী নজরুল ইসলাম, লালচাঁদ আলী প্রমুখ উপস্থাপন ছিলেন।
পরে সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat