রায়গঞ্জ প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জের রায়গঞ্জে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সোমবার (১৬ ডিসেম্বর) দিবস উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের শুভসূচনা করা হয়। পরে সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষে সেজে উঠেছে রায়গঞ্জ উপজেলার সরকারী বেসরকারী প্রতিষ্ঠান সহ বিভিন্ন মহল। স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথমে রায়গঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির সকল দফতরের কর্মকর্তাদের সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।
এরপর একে একে রায়গঞ্জ থানা, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ নানা শ্রেনী পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করেন।
অপর দিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখা মহান মুক্তিযুদ্ধে সকল শহদীদের রুহের মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান করেন।এছাড়াও মহান গৌরবের এইদিনে সমগ্র উপজেলা ঘুরে দেখাগেছে, নানা অনুষ্ঠানে পালিত হচ্ছে দিবসটি। বিজয় দিবসটিকে স্মরণীয় করতে আগ্রহের কমতি নেই জনসাধারনেরও।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সমিতিগুলো আয়োজন করে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা মনোমুগ্ধকর অনুষ্ঠানের। স্মরণ করা হয় জাতীর শ্রেষ্ঠ সন্তানদের। যাদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে সেইসব ৩০ লক্ষ নরনারীকে। স্মরন করিয়ে দেয় সেদিনের ভয়াবহতা ও আনন্দে গাঁথা দিনগুলোর কথা।
এদিকে দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, দেশের গনতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এমনিভাবে এক কাতারে কাজ করতে হবে। তবেই প্রতিষ্ঠিত হবে সোনার বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat