প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৪, ৫:৩৯ পি.এম
যমুনায় গোসল করতে গিয়ে নিখোঁজ ভাই-বোনের লাশ উদ্ধার

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে দাদার সঙ্গে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই শিশু মো. হযরত আলী (৭) ও খাদিজা খাতুন (৬) এর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬ টায় জনতা উচ্চ বিদ্যালয়ের আধা কিলোমিটার দক্ষণে যমুনা নদী থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়। মো. হযরত উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরকি গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও খাদিজা খাতুন একই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। তারা দুইজন সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরে শিশু দুইটি তাদের দাদার সঙ্গে যমুনা নদীতে গোসল করতে যায়। প্রথমেই শিশুদের গোসল করিয়ে বাড়িতে পাঠিয়ে দেন দাদা। এরপর নিজে গোসল শেষ করে বাড়িতে যান। কিন্তু তিনি দেখতে পান শিশুরা বাড়িতে পৌঁছায়নি। এরপর আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে নদী পাড়ে গিয়ে শিশুদের পায়ের জুতা দেখতে পান স্বজনরা। স্বজনরা ধারণা করে , শিশুরা নদী থেকে বাড়ি না ফিরে আবারো নদীতে গোসলে নেমেছিল। ওই সময় তারা নদীর পানিতে ডুবে গেছে। স্বজন ও স্থানীয়রা সন্ধ্যা পর্যন্ত নদীতে শিশুদের উদ্ধারে চেষ্টা করে কিন্তু পায়নি। এরপর সারারাত নদী পাড়ে বসে থাকে স্বজনেরা আজ বৃহস্পতিবার ভোরে শিশু দুইটি লাশ নদীতে ভাসতে দেখলে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat