মাসুম হোসেন অন্তু,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে রংধনু মডেল স্কুলের ৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রংধনু মডেল স্কুল এ্যান্ড কোচিং থেকে ২০২৫ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় ফেনী গার্লস ক্যাডেট কলেজে সুমাইয়া বিনতে দীন, ঝিনাইদহ ক্যাডেট কলেজে মোঃ আজিজুল হক আবির এবং রাজশাহী ক্যাডেট কলেজে মীর আবরাহাম ইয়ামিন চূড়ান্ত ভাবে মনোনীত হওয়ায় তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
১২ মার্চ বুধবার বেলা ১১ টায় আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান রংধনু মডেল স্কুল ক্যাম্পাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলী, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ বাহারুল ইসলাম, সহ সকল শিক্ষার্থী অভিভাবক এবং শাহজাদপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সংবাদকর্মী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat