রিয়াজুল হক সাগর, রংপুর:
সারাদেশে একযোগে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা।
পরিক্ষার শুরুর পূর্বে পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ রংপুর কেন্দ্রের একজন পরীক্ষার্থী শ্রী তীর্থ রায় ভুলে প্রবেশপত্র বাসায় রেখে আসেন। পরিক্ষার্থী তীর্থ রায়ের বাড়ি নগরীর মুলাটোল এবং সে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ রংপুরের শিক্ষার্থী। পরে সে উপায়ান্তর না পেয়ে পুলিশের সহযোগিতা কামনা করেন ওই পরিক্ষার্থী।তাৎক্ষণিক বিষয়টি রংপুর জেলা ট্রাফিকের টিআই নূর আলম সিদ্দিক টিআই তৎপরতায় রংপুর জেলা ট্রাফিকে কর্মরত এটিএসআই মোস্তাফিজুর রহমান মোটরসাইকেল যোগে তার বাসা থেকে প্রবেশপত্র আনতে সহযোগিতা করেন।এদিকে পরীক্ষার্থীর প্রবেশপত্রসহ যথাসময়ে কেন্দ্রে পৌছে দেওয়ায় কেন্দ্রে উপস্থিত অভিভাবকগন এটিএসআই মোস্তাফিজসহ জেলা পুলিশ রংপুরের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।পরীক্ষার্থী শ্রী তীর্থ রায় বলেন, সত্যি বলতে কি তড়িঘড়ি করতে গিয়ে প্রবেশপত্র ছেড়ে আসি বাসায়। কেন্দ্রে প্রবেশ করে দেখি আমার কাছে প্রবেশপত্র নাই। হাতে সময়ও কম। তাৎক্ষনিকভাবে পুলিশকে বিষয়টি জানাই। আমার শোনার পরপরই আমাকে তিনি প্রবেশপত্র এনে দিয়ে সহযোগিতা করেছেন। আমি কৃতজ্ঞ পুলিশের প্রতি।রংপুর জেলা ট্রাফিকে কর্মরত এটিএসআই মোস্তাফিজুর রহমান বলেন, পরিক্ষার শুরুর পূর্বে এক পরিক্ষার্থী তার প্রবেশ পত্র বাসায় ছেড়ে এসেছেন বিষয়টি জানায়। সঙ্গে সঙ্গে আমাদের টিআই (এডমিন) গুরুত্বসহকারে বিষয়টি দেখার কথা বলেন। আমি মোটরসাইকেল নিয়ে দ্রুত ওই পরিক্ষার্থীর বাসা থেকে প্রবেশ পত্রসহ কেন্দ্রে পৌছে দেই। আসলে এটি সেই সময় দায়িত্ব মনে করেছি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat