দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (রবিবা) ভিসি উপাচার্য প্রফেসর ড. এসএম হাসান তালুকদারের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে টাকা দাবি করছে একটি প্রতারকচক্র
সোমবার (২৪ মার্চ) এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। শাহজাদপুর থানার ওসি মো. আসলাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহজাদপুর থানার ওসি মো. আসলাম আলী জানান, একটি প্রতারকচক্র উপাচার্যের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে বিভিন্নজনের কাছ থেকে চাঁদা দাবি করছেন। এ ঘটনায় থানায় জিডি হওয়ার পর আমরা তদন্ত শুরু করেছি।
সোমবার রাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. এসএম হাসান তালুকদার বলেন, আমার নামে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে টাকা দাবি করা হচ্ছে। বিষয়টি জানার পরই আইনগত ব্যবস্থা নিয়েছি। ওই প্রতারকচক্রের সঙ্গে কেউ কোনো প্রকার আর্থিক লেনদেন যেন না করে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান করছি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat