সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
"সময় মতো বিল দিবো ঝামেলা মুক্ত বিদ্যুৎ ব্যাবহার করবো, উন্নয়ন যদি চাই বিদ্যুৎ আশ্রয়ের বিকল্প নাই।"
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে চাপোড় পার্বতীপুর উচ্চ বিদ্যালয় মাঠে 'গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক' উপলক্ষে এক গ্রাহক পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের মধ্যে প্রশ্নোত্তর পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা ডেপুটি জেনারেল ম্যানেজার নেজামুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, জেলা ডেপুটি জেনারেল ম্যানেজার আতাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান, সেক্রেটারির রজব আলী ও মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম প্রমূখ।
এছাড়াও রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সাংবাদিক মাহবুব আলম পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় গ্রাহক আতাউর রহমান, জাফর আলী, আপেল মাহমুদ, পাঞ্জাব আলী প্রশ্ন উত্তর পর্বে বলেন, পল্লী বিদ্যুৎ এর মিটার ভাড়া এবং কৃষকের ট্রান্সফরমার ফ্রী দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পৌচ্ছানোর অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat