ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিষ্টার আলী (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেংমারি সাবু ডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।নিহত মিষ্টার আলী ওই গ্রামের খমির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরে বসানো সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে যান মিষ্টার আলী। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আরশেদুল হক বলেন,”এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”