রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউনিয়ন পরিষদ ঘেরাও করেছেন এলাকাবাসী। রবিবার দুপুরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী ইউনিয়ন পরিষদ ঘেরাও করে চেয়ারম্যান আব্দুল হান্নান খানের বিরুদ্ধে নানা অনিয়ম তুলে ধরেন। এতে অংশ নেন শতাধিক এলাকাবাসী।
এ সময় উপস্থিত এলাকাবাসী জানান, রাতের ভোটে অবৈধভাবে আব্দুল হান্নান খান চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকেই তিনি বিচার বাণিজ্য, সার্টিফিকেট বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষকে হয়রানি ও অত্যাচার করেছেন। তাই এই চেয়ারম্যান আমরা আর দেখতে চাই না। তিনি ইউনিয়ন পরিষদে আসবেন এমন সংবাদের ভিত্তিতে আমরা অবস্থান নিয়েছি।
ইউনিয়নের রুদ্রপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা সরকার বলেন, চেয়ারম্যান আব্দুল হান্নান খান আত্মগোপনে রয়েছেন। ইউপি সদস্যরাও প্যানেল গঠন করেছেন। কিন্তু প্যানেল চেয়ারম্যানকে কাজ করতে দেয়া হচ্ছে না। চেয়ারম্যান না থাকায় ইউনিয়নবাসী নানা দুর্ভোগের শিকার হচ্ছেন। ইউনিয়নবাসীর এই দুর্ভেোগ নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, ইউনিয়নবাসীর ভোগান্তির কথা ভেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সব কার্যক্রম চালু করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat