প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৭:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ৮:০৩ পি.এম
রায়গঞ্জের পাঙ্গাসী সড়কে গাছের মরা ডালের কারণে ঘটে যেতে পারে দুর্ঘটনা

মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ:
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী টু ধানগড়া আঞ্চলিক সড়কের ওপরে হেলে থাকা শতবর্ষে মরা গাছ ও মরা ডালের কারণে দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী।
যেকোনো মূহুর্তে ঘটে যেতে পারে বড় ধরনের কোনো দূরঘটনা। বারবার বিভিন্ন পত্র-পত্রিকায় দূরঘটনার আশংকার কথা তুলে ধরা হলেও এ নিয়ে কারো মাথা ব্যাথা নেই বলেই মনে করছেন এলাকাবাসী।
এ সড়কে যাতায়াত করা বেশ কয়েকজন পথচারীদের সাথে কথা হলে তারা বলেন, আমরা অত্যান্ত জীবনের ঝুকি নিয়েই যাতায়াত করছি। সব সময় ভয়ে ভয়ে থাকি কখন যেনো গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে। সরকারি নিষেধাজ্ঞা না থাকলে আমরা নিজেরাই কেটে দিতাম। এদিকে হাজার হাজার পথচারীদের কথা চিন্তা করে মরা গাছ ও মরা ডালগুলো অনতিবিলম্বে কর্তন করার জন্য উপজেলা প্রশাসন তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃস্টি আকর্ষণ করেছেন এ পথের হাজারো পথযাত্রী, শিক্ষার্থী ও এলাকাাবাসী।
বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ধানগড়া থেকে সিরাজগঞ্জ যাওয়ার রাস্তায় মীরের দেউলমুড়া থেকে পাঙ্গাসী বাজার পর্যন্ত শতবর্ষী প্রায় দশটি বড় এন্ট্রি কড়ি মরা গাছ ও গাছের ডাল সড়কের মাঝখান বরাবর হেলে রয়েছে। এতে করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন, শত শত শিক্ষার্থী ও পথচারীরা।
উপজেলার হাটপাঙ্গাসী বাজারের স্হানীয় বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা হলে তারা বলেন, পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ মাঠের পূর্ব-উত্তর কর্ণারে হেলে পরা মরা গাছ ও মরা ডালের নিচ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত শিক্ষার্থী ও হাজারো মানুষ সহ বিভিন্ন ধরনের যানবাহন।
এদিকে কোনো দূর্ঘটনা ঘটার আগেই উক্ত মরা গাছ ও গাছের মরা ডালগুলো কর্তন করা প্রয়োজন বলে মনে করেন অনেকেই।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat