সোহেল রানা, নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে অসুস্থ গোলাম হোসেনকে আর্থিক সহায়তা প্রদান করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে, রায়গঞ্জ সমাজসেবার অর্থায়নে, অসুস্থ গোলাম হোসেনের হাতে এ সহায়তা তুলেদেন উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র নেতা,গোলাম মুক্তাদির,ফয়সাল,ফাহিম,
সাব্বির,শেখ রিয়াদসহ অনেক। অসুস্থ গোলাম হোসেনের বাড়ী উপজেলার বেতুয়া গ্রামে।
তার স্ত্রী সুফিয়া বেগম জানান,আমার স্বামী এক সময় বহুতল ভবনে রংয়ের কাজ করে চালাতেন সংসার। এখন অসুস্থ হওয়ায় আর কামাই করতে পারে না। তাই সংসার চালাতে ও ঔষধ কেনার জন্য উপজেলা পরিষদে চত্বরে মানুষের কাছে হাত পেতে চলতে হচ্ছে। আমাকে যারা টাকা দিয়ে সহযোগিতা করেছে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তায়ালা তাদেরকে সুস্থ রাখে। বৈষম্য বিরোধী ছাত্রনেতার জানান, আমাদের সামাজিক এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।