দৃশ্যপট ডেস্ক রিপোর্ট:
সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
শনিবার ( ৮মার্চ) বেলা ২ টার দিকে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, রায়গঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক আবুল কালাম বিশ্বাস, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, বিশিষ্ট সমাজ সেবক এবি সিদ্দিক ফিরোজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি শেখ রিয়াদ, ফয়সাল বিশ্বাস, ইশরাত জাহান এশা, শ্রাবণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন এলাকার নারীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ‘বিশ্বজুড়ে বাংলাদেশের নারীদের সাফল্য আজ অনুকরণীয় ও অনুসরণীয়। নারীর উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহকেও নানাবিধ উন্নয়ন প্রকল্প নিয়ে এগিয়ে আসতে হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat