রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় মানবতার কল্যাণে রক্তদান সংগঠনের উদ্যোগে সহমর্মিতায় ঈদ উপলক্ষে ২০টি পরিবারের মধ্যে উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার বাশুড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে এ ঈদসামগ্রী
বিতরণ করা হয়।
ঈদসামগ্রীর মধ্যে ছিল লাচ্ছাসেমাই, তেল, প্যাকেট দুধ, পোলার চাল, চিনি, মুশুর ডাল,
মসলা ইত্যাদি। বিতরণ কাজে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, জাহিদুল ইসলাম, আব্দুস সোবাহান, বেলাল হোসেন প্রমুখ।
এছাড়াও সংগঠনটির উপদেষ্টা ইমরান, প্রতিষ্ঠাতা ইমন, সভাপতি সোয়াইব সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
ঈদ উপহার পেয়ে বাশুড়িয়া গ্রামের প্রতিবন্ধী আছের আলী ( ৫৬) বলে, খুব দুশ্চিন্তায় ছিলাম
এখন আর কোনো চিন্তা নাই। যারা এই ঈদসামগ্রী দিছে আল্লাহ যানি তাদের ভালো করে।