নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পশ্চিমপাড়া তিনমাথা সংলগ্ন মোরে পবিত্র ঈদুল ফিতরের ঈদ উপলক্ষে উপজেলার আলেম সমাজ ও মসজিদের ইমাম মাওলানাদের জন্য ভর্তুকি মূল্যে গরুর মাংস ৪৯০ টাকায় ও সাধারণ মানুষের জন্য ন্যায্য মূল্যে ৬৫০ কেজি দরে বিক্রি উদ্যোগ নিয়েছেন ঠিকাদার ও ইসলামি পাঠাগার চান্দাইকোনার আলহাজ্ব শরিফুল ইসলাম ও যুব সমাজের একাংশ সহ গ্রামের মুরুব্বি আব্দুস ছামাদ ফকির, হবি ফকির, আব্দুল আজিজ আকন্দ, আলাল উদ্দিন,শাহিদুল ইসলাম সবুজ, রেজাউল, জালাল,আলী,সহ চান্দাইকোনা বগুড়া বাজারের মাংস বিক্রেতা তমিজ উদ্দিন।
আলহাজ্ব শরিফুল ইসলাম জানান, প্রতি বছর আমি নিজ অর্থায়নে গরিব দুঃখী মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে থাকি, এবার এর পাশাপাশি বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম ও মাওলানাদের জন্য ব্যতিক্রমী এই উদ্যোগের কথা মাথায় রেখে গত ২২ রমজান থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিনিয়ত দুই থেকে তিনটি গরু এখানে জবাই করে মসজিদের ইমাম ও মাওলানাদের সহ সাধারণ মানুষের মধ্যে কেজি দরে গরুর মাংস ন্যায্য মূল্যে বিক্রি অব্যাহত রাখবো। যাদের যত টুকো প্রয়োজন তারা সামথ্য অনুযায়ী ক্রয় করতে পাবেন বলে জানিয়েছেন।
এই মহান উদ্যোগ নেওয়ার জন্য স্থানীয় গণ্যমান্য মুরুব্বি সহ এলাকার সুশীল সমাজের ব্যাক্তিরা ধন্যবাদ জ্ঞাপন করেছেন, যুব সমাজের প্রতি।