নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ওমর ফারুক নামের এক কৃষকের ৩০ শতক জমির চাল কুমড়া, মিষ্টি কুমড়া ও শশা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার গভীর রাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়া বেনীমাধব এলাকায় এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত কৃষক ওমর ফারুক জানান, দাথিয়া বেনীমাধব এলাকায় একটি জমিতে দুই মাস আগে চাল কুমড়া, মিষ্টি কুমড়া ও শশা গাছ লাগিয়েছিলেন। গত সপ্তাহে কিছু ফসল বিক্রিও করেছেন।
আজ সকালে ফসল তুলতে গিয়ে দেখেন জমির সব গাছ কেটে দিয়েছে কে বা কারা।
এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। পূর্ব শত্রুতার জেরে কেউ এ ঘটনা ঘটাতে পারেন বলে ধারণা কৃষক ওমর ফারুকের।
এদিকে সবজি গাছের সঙ্গে এমন শত্রুতায় হতবাক এলাকাবাসী। এমন ন্যক্কারজনক ঘটনা মেনে নিতে পারছেন না গ্রামের সাধারণ মানুষ। সাধারণ মানুষের দাবি, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
ওই এলাকার বাসিন্দা ইসহাক আলী, আব্দুস সামাদ, আলম হোসেন, মুজ্জাম্মেল হক বলেন, এর আগেও বিভিন্ন সময়ে আমাদের ক্ষেতের ফসল কেটে নষ্ট করেছিল প্রতিক্ষরা। তারা আরো জানায় গত বছর উপজেলার বিলধামাই এলাকার তাইজুল ইসলাম নামে এক ব্যক্তি ফসলের গাছ কাটার মুহূর্তে হাতেনাতে ধরা পরে। তাদের সাথে আমাদের পূর্ব বিরোধ চলে আসছে। বিরোধের জেরেই তারা প্রতিবার এ ধরনের ক্ষতি করে চলেছে। আমরা এ ধরনের ক্ষতির সুস্থ বিচার দাবিসহ প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করছি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. রুহুল আমিন বলেন, ‘ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে থানা পুলিশকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।’
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বিভিন্ন ফসলের গাছ কাটার ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat