স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের রায়গঞ্জে উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নির্বাচিত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
উপজেলার ৯ ইউনিয়নে লটারি মাধ্যমে নির্বাচন করা হয়েছে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার।
বিগত শেখ হাসিনার আমলে দলীয় বিবেচনায় উপজেলার ৯ ইউনিয়নে নিয়োগ করা হয় খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার। শেখ হাসিনা সরকারের পতনের পর ওই ডিলারদের বাতিল করে এবং নতুন ডিলার নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে সরকারের খাদ্য বিভাগ।
ইতোমধ্যে বাতিল করা ডিলারের স্থলে এবার ৯ ইউনিয়নের ডিলার নিয়োগের জন্য উপজেলা খাদ্য বিভাগ বিজ্ঞপ্তি দেয়।
ওএমএস কর্মসূচির আওতায় একজন লোক সপ্তাহে ৩০ টাকা দরে সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে লটারি কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে শতশত মানুষের উপস্থিতিতে লটারিতে নির্বাচিত ডিলারদের নাম ঘোষনা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল হক সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, রাজনৈতিক ব্যক্তি বর্গসহ আবেদনকারীরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলার ৯টি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে সরেজমিন যাচাই বাছাই করে প্রতিবেদন দেন ডিলার নিয়োগ সংক্রান্ত কমিটি।
উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করায় ছিল আমাদের লক্ষ্য। তাই সবার সামনে লটারি করে ডিলার নির্বাচন করেছি, যাতে কোনো অনিয়ম না থাকে।”
উল্লেখ্য,খাদ্যের মূল্য নিয়ন্ত্রণে সহায়তা করতে এবং নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা নিশ্চিত করতে সরকার ওএমএস নীতি- কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতে ভোক্তাদের একটি ডাটাবেজ তৈরি করেছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat