রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৮ বছরের বেশি সময় ধরে নিখোঁজ বাবার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার মেয়ে প্রতিবন্ধী সাবিনা খাতুন। সোমবার (১০ মার্চ) সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পারকোদলা গ্রামে নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবিনা খাতুন জানান, তার বাবা উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পারকোদলা গ্রামের মৃত বাবর আলী আকন্দের পুত্র সন্দেশ আলী আকন্দ গত ০১.১০.২০০৬ সালে ঢাকা থেকে মামলার হাজিরা শেষে বাড়ী ফেরার পথে নিখোঁজ হন।
কিন্তু নিখোঁজের ১৮ বছর পার হলেও তার বাবার কোনো সন্ধান মেলেনি।
সংবাদ সম্মেলনে সাবিনা খাতুন আরও অভিযোগ করেন, তাঁর বাবার সাথে সিরাজগঞ্জের কালিবাড়ী গ্রামের সুজাব আলীর পুত্র নজরুল ইসলাম ও পারকোদলা মৃত জসিম উদ্দিনের পুত্র আবু সাঈদ গংদের সাথে জমি-জমা সংক্রান্ত মামলা-মোকদ্দমা চলে আসছিল। এরই এক পর্যায়ে ঢাকায় মামলার হাজিরা দিতে বাড়ী ফেরার পথে তিনি নিখোঁজ হন। সাবিনা খাতুন তার নিখোঁজ বাবাকে ফিরে পেতে প্রশাসনসহ সবার সুদৃষ্টি কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat