রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে পৈতৃক সম্পত্তি ও বসতবাড়ি অবৈধ দখলদারদের কবল থেকে রক্ষায় অত্যাচারিত-নিপিড়ীত এক প্রতিবন্ধী ও বৃদ্ধ বাবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল )দুপুরে উপজেলা প্রেসক্লাব ভূঁইয়াগাঁতী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া-চকভিরাম গ্রামের মতিয়ার রহমানের প্রতিবন্ধী ছেলে লিটন শেখ। তিনি লিখিত বক্তব্যে জানান, একই গ্রামের মৃত ক্ষুদু প্রামাণিকের ছেলে মোঃ ইউসুফ আলি, ইউসুফ আলীর পুত্র খোকন শেখ, আদম শেখ, বেলাল হোসেন ও খাজান আলী পুত্র সাকাত আলী গংদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে বিবাদীগন গত ১১.০৪.২০২৫ইং তারিখ শুক্রবার সকালে আমার নিজ বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে। এবং আমার কলা বাগানে হামলা চালিয়ে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। বাড়ীর পাশে থাকা বাঁশ বাগান ও আমের গাছ কেটে নষ্ট করে ফেলেছে।
এসময় বাধা দিতে গেলে আমার বাবা মতিয়ার রহমান কে এলোপাথাড়ি ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় আহত করে। শুধু তাই নয় বিবাদী গন আমার বাবার নামীয় ঝাপড়া মৌজার, ২৮০৫ খতিয়ানের, ৭৩০/৯২৬, ৭২৯/৯২৭, ৭২৯/৯২৫, ৮০০/৯৩৪ নং দাগের হিস্যা অনুযায়ী ১৮ শতক জমি বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বিভিন্ন সময় জোর পূর্বক ভাবে দখল করার অপচেষ্টা করছে। এবং বিভিন্ন সময় আমার পরিবার কে শেষ করে দেয়ার হুমকিও প্রদান করছে। এমতবস্থায় আমি আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছি। তাই আমি ও আমার পরিবারের নিরাপত্তা, পৈতৃক সম্পত্তি ও বসতবাড়ী রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছি। অসহায় এই প্রতিবন্ধী পরিবারটি ন্যায় বিচারের আশায় এখন পথে পথে ঘুরছে।