সোহেল রানা ,নিজস্ব প্রতিনিধি:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৫ শতাধীক অসহায় শীতার্তদের মাঝে কম্বল উপহার দেয়া হয়েছে।
শনিবার সকাল ১১ টার সময় ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে,রায়গঞ্জ পৌর বিএনপির উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে এ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজনে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রাহিত মান্নান লেলিন,উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ,উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সজলসহ রায়গঞ্জ পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat