সাইদুল ইসলাম আবির:
সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। “প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহয়োগীতায়, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে বৃহস্পতিবার এ সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে প্রদর্শনী সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। ভেটেনারি সার্জন ডা: মো. আমিনুল ইসলাম ও প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. আজমেরী হাসনাতের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। স্বাগত বক্তব্য রাখেন ,রায়গঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ওলি উল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি দাস, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক গোলাম মোস্তফা ইকবাল, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম, যুব লীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল আমিন সরকার, কৃষক লীগের সাধারণ সম্পাদক বিপ্লব, ছাত্র লীগের সভাপতি রবিন সরকার, সাধারণ সম্পাদক সোয়েব আক্তার প্রমুখ। দিন ব্যাপী এ প্রদর্শনীতে ৩০ টি স্টলে এলাকার খামারীরা তাদের খামারে ব্যবহিত ডিজিটাল যন্ত্রপাতি ও উন্নতজাতের পশু পাখি প্রদর্শন করেন। পরে সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat