নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন। রোববার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রহিজুল ইসলাম (৫৯) ও বগুড়ার শেরপুর উপজেলার মনছের আলীর ছেলে অটোরিকশাচালক সাহেব আলী (৬১)। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর আড়াইটার দিকে অটোরিকশাযোগে একটি জানাজায় যাওয়ার পথে চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকার বাইপাসে বগুড়াগামী শাহ ফতেহ আলী বাসচাপা দিয়ে চলে গেলে অটোরিকশা চালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের মুমূর্ষু অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে রহিজুল ও সাহেব আলী মারা যান। গুরুতর আহত অপর দুজনের অবস্থা আশংকাজনক।
ওসি আব্দুর রউফ জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত চারজনের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে বগুড়া সদর থানা পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat