ঢাকা-বগুড়া মহাসড়কের ভুঁইয়াগাঁতী এলাকায় একটি কটন মিলের শ্রমিকেরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে যানচলাচল একদম বন্ধ হয়ে যায়।
শনিবার (২৯ মার্চ) বিকেল আড়াইটার দিকে ভুঁইয়াগাঁতী এলাকার ‘আর আর স্পিনিং এন্ড কটন মিল’ কারখানার শ্রমিকেরা ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে সোয়া ৩ টার দিকে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানার সামনে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শ্রমিকরা বেতন ও ঈদ বোনাস না পেয়ে মহাসড়কে অবস্থান নিয়েছিল। এরপর ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।
আন্দোলনরত শ্রমিক ফজলুল হক বলেন, চলতি মাসের বেতন ও ঈদ বোনাস না দেয়ায় আমরা আন্দোলনে নেমেছিলাম। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে আমাদের আশ্বস্ত করেছে। দেখা যাক কি হয়।
আর আর স্পিনিং এন্ড কটন মিলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুল মান্নান বলেন, কারখানায় প্রায় চার শতাধিক শ্রমিক কাজ করে। এদের কারও বেতন বকেয়া নেই। কিন্তু চলতি মাসের বেতন না দেয়ায় তারা মহাসড়ক অবরোধ করেছিল। পরে সেনাবাহিনী ও পুলিশ মহাসড়ক থেকে তাদের সরিয়ে দিয়েছে। এখন আমরা তাদের বেতন পরিশোধের চেষ্টা করছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোম্পানির মালিকদের সাথে কথা বলে সকল সমস্যা সমাধানের চেষ্টা চলছে।