রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে আবু বক্কার (৫০) নামে এক কৃষকের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (১৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার নলকা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪-৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই কৃষক পরিবারের।
কৃষক আবু বক্কার বলেন, আগুন লাগার সময় ঘরে শুয়ে ছিলাম। হঠাৎ বাইরে চিৎকার শুনে দেখি ঘরে আগুন লেগেছে। তখন পরিবারের সবাইকে নিয়ে দ্রুত এক কাপড়ে ঘর থেকে বের হয়ে সাহায্যের জন্য চিৎকার করি। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভাতে সাহায্য করলেও সব কিছুই পুড়ে যায়।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বসতবাড়ির বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশাপাশি তিনটি টিনের ঘর ভস্মীভূত হয়। এতে ঘরে থাকা নগদ টাকা, উৎপাদিত ফসল ও আসবাবপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মুস্তাফিজুর রহমান বলেন, আমরা অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সব কিছুই পুড়ে গেছে। এতে কৃষকের ২-৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat