নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের এক মাস পূর্তিতে শহীদদের স্মরণে রায়গঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার বাঐখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দাইকোনা ইউনিয়ন শাখা ও বাঐখোলা যুব শিবির।
আলোচনা সভায় মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আবুল কালাম বিশ্বাস, সেক্রেটারি মো. খোরশেদ আলম, সাবেক রায়গঞ্জ পৌর মেয়র মো. মোশাররফ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আমরা এ স্বাধীনতা পেলাম। বুকের তাজা রক্ত দিয়ে যে-সব শহীদ দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, নতুন বিজয় দিবস আমাদের উপহার দিয়েছে তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। একটি সুখী-সমৃদ্ধ,বাসযোগ্য সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবব্ধভাবে কাজ করতে হবে। ইনসাফ ভিত্তিক, একটি বৈষম্যহীণ ও শোষণমুক্ত বাংলাদেশ গড়তে সকল দেশ প্রেমিক নাগরিকদেরকে জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করার উদাত্ত আহবান জানান তারা।
আলোচনা সভা শেষে ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম যুক্তিবাদী, ২য় বক্তা হিসাবে বক্তব্য রাখেন, মাওলানা মুফতি মো. আব্দুল খালেক ও ৩য় বক্তা হিসাবে মাওলানা মো. রাশিদুল ইসলাম বক্তব্য রাখেন। মাহফিল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat