নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার চান্দাইকোনা হাজী ওহায়েদ মরিয়ম অনার্স কলেজ শাখা ছাত্রদলের নেতা শাহীন সুমনের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, “বিগত সরকার গত ১৬ বছর ধরে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা অবৈধভাবে দখল করে রেখেছে এবং বিএনপি ও সাধারণ মানুষের ওপর চালিয়েছে অত্যাচার, গুম ও খুন। এসব নির্যাতনের প্রতিবাদে ছাত্র-জনতার আন্দোলনে অবৈধ সরকার গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তারা অবিলম্বে সকল গুম ও হত্যার সঠিক বিচার এবং একটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় বক্তারা আরও বলেন, “মানবাধিকার দিবসে আমাদের একত্রিত হওয়ার মূল উদ্দেশ্য হলো, এ দেশে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা এবং ন্যায়ের প্রতিষ্ঠা নিশ্চিত করা।”