নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে লাইসেন্স ছাড়া এলপিজি গ্যাস বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ( ৮ জানুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার বৈকুন্ঠপুর এলাকায় অভিযান চালিয়ে তালুকদার ফিলিং স্টেশন নামক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
রায়গঞ্জ উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোছা: খাদিজা খাতুন উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা: খাদিজা খাতুন জানান, কর্তৃপক্ষকে একাধিকবার লাইসেন্স ছাড়া ফিলিং স্টেশন চালাতে নিষেধ করার পরেও নিষেধাজ্ঞা অমান্য করে আবারও লাইসেন্স ব্যাতিত অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডারে বিক্রির জন্য প্রস্তুত করা এবং বিক্রি করার অপরাধ পুনরায় করায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর অধীনে একটি মামলায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat