নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে রায়গঞ্জ উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
রায়গঞ্জ উপজেলা প্রশাসন, রায়গঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, রায়গঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা ও জনতা শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সকল ভাষা শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
পরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ ও বিভিন্ন দফতরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন বিষয়ের অংশগ্রহণ করা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।