মু. আসাদুল্লাহ খান, প্রতিবেদক:
রায়গঞ্জ উপজেলার মৎস্যসম্পদ বিভাগের আয়োজনে ২৩শে জানুয়ারি সম্পন্ন হলো সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থপনার আঞ্চলিক কর্মশালা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ূন কবিরের সভাপতিত্বে উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রসমাজ প্রতিনীধি এবং মৎস অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কর্মকর্তা বৃন্দ।
এসময় সামাজিকভাবে মৎস্যসম্পদ ভিত্তিক প্রকল্পগুলোকে সময়োপযোগী, জনবান্ধব ও গতিশীল করার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন উপস্থিত আলোচকবৃন্দ। কর্মশালায় মৎস্যখাতের উন্নয়নের জন্য সারাবছর পর্যাপ্ত পানি সংরক্ষণ, উন্নত প্রশিক্ষণ, সহযোগী প্রকল্প চালুকরণসহ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আবহাওয়া ও পরিবেশগত চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় প্রয়োজনীয় বিভিন্নদিক সমূহ বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রায় ২২৫টি পুকুর বেদখলমুক্ত করণ বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয় এবং বেকার যুবসমাজকে উৎসাহী করে কিভাবে এই ক্ষাতে বিপ্লবসাধন করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের পরামর্শ গৃহিত হয়। উক্ত কর্মশালায় উপস্থিত বিভাগীয় উপপরিচালক প্রধান অতিথি জনাব মো: আব্দুল ওয়াহেদ মন্ডল আলোচ্য বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ও দ্রুত পদক্ষেপ গ্রহনের বিষয়ে আশ্বস্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat