সোহেল রানা, নিজস্ব প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় সরকারি রাস্তায় অবৈধ ভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন কবিরের নিকট গণ স্বাক্ষরিত অভিযোগটি দায়ের করেছেন সলঙ্গা এলাকার মানুষ।
অভিযোগ সূত্রে জানাযায়, রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের ভরমোহনী মধ্যপাড়া গ্রামের সলঙ্গা ফাজিল সিনিয়র মাদ্রাসার মোড়ে পাকা রাস্তার পাশে জহুরুল ইসলাম, আব্দুল আলীম,নাসির উদ্দিন গং অবৈধ ভাবে ১৪ টি ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন । রাস্তার উপড় স্থাপনা নির্মাণ করায় রাস্তাটি সংকুচিত হয়ে পড়েছে,এতেকরে পথচারীরা সহ প্রায়ই ঘটছে দুর্ঘটনার শিকার ।
রাস্তা থেকে ঘরগুলো উচ্ছেদের জন্য ২৪ সালের ২ সেপ্টেম্ববরে সাবেক নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খাঁনের তত্বাবধানে সেনাবাহিনীর উপস্থিতিতে রাস্তাটি সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ প্রদান করেন।সাবেক নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খাঁনের বদলীর কারনে উচ্ছেদ কার্যক্রম স্থগিত হয়।
এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হুমায়ন কবির জানান, এ ব্যপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। রাস্তাটি সার্ভেয়ার দ্বারা পরিমাপ করা হবে। স্থাপনা গুলো সরকারি জায়গাতে থাকলে উচ্ছেদ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat