সোহেল রানা, নিজস্ব প্রতিনিধি:
উপজেলার পাঙ্গাসী ইউনিয়নে অভিযান চালিয়ে জান্নাতুল ফেরদৌস হাসান (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে চোরাইকৃত ৪ ভরি ৪ আনা স্বর্ণের অলংকার (হার, দুল, ব্যাসলেট ) সহ ২ ভরি রুপার চেন জব্দ করা হয়েছে।
শনিবার বিকালে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত যুবক, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বারইভাগ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাত ৩ টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের পাঙ্গাসী বাজারে এ এসআই জিয়াউর রহমানের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান কালে ফেরদৌস হাসানকে ৪ ভরি ৪ আনা সোনা ও ২ভরি রুপার চেন সহ আটক করা হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ফেরদৌস আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে থানায় ৩টি মামলা রয়েছে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে। গ্রেফতার কৃত যুবকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।