প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৪, ৬:৩৬ পি.এম
রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ জন প্রার্থীর মনোনয়ন ফরম জমা

দৃশ্যপট বার্তা কক্ষ:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন প্রার্থীসহ মোট ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। সহকারী রির্টানিং কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, বৃহস্পতিবার (৯ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। এতে ৩ পদে ১৫ জন প্রার্থী অনলাইনে মনোনয়ন ফরম জমা দেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মো. শুভন সরকার, ইমরুল হোসেন তাং,আব্দুল হাদি আল মাজি, মো. আব্দুর রাজ্জাক শেখ ও আমিনুল ইসলাম শিহাব। ভাইস চেয়ারম্যান পদে মো . জাহিদুল ইসলাম, মো. লিটন, মো. আব্দুর রউফ সরকার, মো. রফিকুল ইসলাম , মো. ফরহাদ আলী ও মো. রেজাউল করিম বাচ্চু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে, লিনা হক লুৎফা, মোছা: অন্যন্যা সাথী, মোছা: পরি খাতুন ও নিস্কৃতি দাস মনোনয়ন ফরম জমা দেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রায়গঞ্জ উপজেলায় মনোনয়ন ফরম দাখিল করার শেষ দিন ৩টি পদে ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমাদিয়েছেন। মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে ১২ মে রবিবার। আপিলের শেষ তারিখ ১৩-১৫ মে সোমবার- বুধবার। আপিল নিষ্পত্তির তারিখ ১৬-১৮ মে বৃহস্পতিবার- শনিবার। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে রবিবার । প্রতীক বরাদ্দ ২০ মে সোমবার। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জুন বুধবার। উপজেলার ৯টি ইউনিয়ন ও এক পৌর সভায় মোট ২ লাখ ৬১ হাজার ৪০ জন ভোটার রয়েছেন ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat