মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ঐতিহ্যবাহী প্রগতি সংঘের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ফারুককে অপহরণের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। সোমবার সকালে প্রগতি সংঘের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন প্রগতি সংঘের সভাপতি রফিকুল হাসান।
এ সময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাবিবুর রহমান ফারুক বলেন, গত ২৮শে আগস্ট রাত আনুমানিক ৯ টার দিকে আমি পৌরসদরের ডোলভিটা আমার বোনের বাড়ি থেকে আমার বাড়ি মনিরামপুর ফেরার পথে একই গ্রামের মৃত প্রাণ গোপাল সাহা বাড়ির কাছে পৌঁছালে পূর্ব পরিকল্পনা মোতাবেক মারাত্মক অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানা নেতৃত্বে সাব্বির, অপু, রহমান, অন্তর, ইমদাদুল ও শাহিন সহ আমাকে ঘিরে ধরে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে তাহা দিতে অস্বীকার করায় অস্ত্রের মুখে সিএনজিতে তুলে দরগাপাড়া পীর সাহেবের ঘাটে নিয়ে গিয়ে শ্যালো নৌকায় জোরপূর্বক ভাবে উঠাইয়া নিয়া নৌকায় মারপিট করে হত্যার হুমকি দিতে থাকে।
তিনি আরো জানান, তদাবস্থায় আমার স্ত্রী রোকেয়া খাতুন লোক মারফত ঘটনার জানতে পেরে আমাকে উদ্ধারের জন্য শাহজাদপুর থানা ও সেনাবাহিনীকে আমার অপহরণের সংবাদ দেয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনী আমাকে উদ্ধারের জন্য রওনা হলে এই সংবাদ পেয়ে আসামীগণ আমাকে রাত ২ ঘটিকায় সেই ঘাটের অদূরে নামাইয়া দেই।
এরপর আমি আদালতে রানাসহ ৮ জনের নামে একটি মামলা দায়ের করি। মামলাটি ডিবি তদন্ত করছে। বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রগতি সংঘের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন আসলাম, প্রচার সম্পাদক মুজিবুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক জালাল হোসেন, ওমর, আরিফুল হক, সাজু সহ পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আগামী তিন দিনের মধ্যে গ্রেফতার না করতে পারলে তারা কঠোর আন্দোলন করবে বলে জানান। এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানার সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠো ফোন বন্ধ পাওয়া যায়
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat