মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে আগুন লেগে পুড়ে গেছে ৩টি মুদি দোকান । রবিবার(১০ই নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শাহজাদপুর পৌরশহরের বিসিক বাসস্ট্যান্ড এলাকার শক্তিপুর পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।
এই অগ্নিকাণ্ডে নূর উদ্দিন, কন্নু মিয়া, জাকারিয়া‘র মুদির দোকান পুড়ে ভুসিভূত হয়ে যায়। এ সময় মুদি দোকান ব্যবসায়ীরা চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে।
পরে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়, খুব দ্রুত সময়ের মধ্যে আগুনটি ছড়িয়ে পড়লে তিনটি মুদির দোকানের সব মালামাল পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি মুদি দোকান ব্যবসায়ীদের ।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনলেও তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat