মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার ( ৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রুবিয়া বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, প্রধান শিক্ষক কামরুনাহার, বিলকিস আরা প্রমূখ। বক্তারা নারী দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য প্রদান করে বর্তমান নারীদের অগ্রযাত্রা ও সফলতা তুলে ধরেন। এর আগে শাহজাদপুর পৌরসভার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক র্যালি বের হয়। র্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিতে বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশিদ।