মাসুম হোসেন অন্তু শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শাহজাদপুরে বাড়ির পেছনে ডোবায় পড়ে রাহাত নামের ১৮ মাস বয়সী একটি শিশুর করুন মৃত্যুর ঘটনা ঘটেছে। শিশু রাহাত শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল উত্তরপাড়া গ্রামের গার্মেন্টস কর্মী শাহিনের ছেলে।
বৃহস্পতিবার (৫ই সেপ্টেম্বর) মর্মান্তিক এই ঘটনাটি ঘটে শাহজাদপুর পৌর শহরের শক্তিপুর পশ্চিম নতুন পাড়ায়। শিশু রাহাত জন্মের পর থেকেই ওই গ্রামের ভ্যান চালক নানা রতনের বাড়িতে থাকতো। তারা বাবা মা গাজিপুরে গার্মেন্টেসে চাকরি করেন।
ঘটনার বিবরণে প্রতিবেশীদের মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় শিশু রাহাত তার মামা ৫ বছর বয়সী হৃদয়ের সাথে খেলা করছিল। এসময় শিশুটির নানি বাড়ির বাইরে কাজে ব্যাস্ত হয়ে পড়ে।
শিশুটির মামা তাকে রেখে কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে গিয়ে আবার ফিরে এসে রাহাতকে কোথাও দেখতে পায়না। পরে বাড়ির আশে পাশে সবাই খোঁজাখুজির এক পর্যায়ে তার নানি বাড়ির পেছনে থাকা খালে নেমে শিশু রাহাতকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
পরে তাকে স্থানীয় পিপিডি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
শিশু রাহাতের লাশ তার নানার বাড়িতে নিয়ে গেলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃস্টি হয়। পরে শিশুটির লাশ পার্শ্ববর্তী বাড়াবিল উত্তরপাড়ায় নেওয়া হলে প্রতিবেশী ও স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat