শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদের পুকুর থেকে ১৪ মে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দুলাল চন্দ্র দাসের ছেলে জীবন দাস (৩৫) এর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। দুলাল চন্দ্র দাসের ছেলে জীবনদাস শাহজাদপুর পৌরসভায় পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতেন। জীবন দাস শাহজাদপুর শহরে বাগদীপাড়া এলাকায় বসবাস করতেন।
পুকুরে গোসল করতে থাকা স্থানীয় সূত্রে জানা যায়, আমরা পুকুরে গোসল করার কোনো এক সময় পায়ের সাথে তার শরীরের স্পর্শ হয়। পরে সবাই মিলে লাশটি তুলে শাহজাদপুর পৌরশহরের নুরজাহান হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বেপারে জীবন দাসের ভাই জানান, আমার দাদা শারীরিক ভাবে অসুস্থ ছিলেন যার কারণে পুকুরে গোসল করার কোন এক সময় পুকুরের পানিতে ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর রহস্য উদঘাটনে শাহজাদপুর থানা পুলিশ সিরাজগঞ্জ মর্গে লাশ প্রেরণ করা হবে বলে জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat