নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকার অনুমোদিত দেশি মদের দোকানে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ও মদের দোকান খোলার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে হরিজন সম্প্রদায়। এ সময় মদের দোকান বন্ধ করা হলে কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছেন তারা। শনিবার (১৩ জুলাই) বেলা তিনটার দিকে শাহজাদপুর পৌর সদরের বাগদিপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শাহজাদপুর থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।সমাবেশে শ্রীমন্ত, মানিক, তপন,সুনীল, কোমলসহ হরিজন নেতারা বলেন, তারা নিম্ন বর্ণের মানুষ, বিভিন্ন অপমৃত্যুর লাশ টানাসহ শহরের ময়লা পরিষ্কার তাদেরই করতে হয়। এই নোংরা পরিষ্কার করার জন্য মদ ছাড়া সম্ভব না। তাই তারা বলেন, "ভাত চাইনা, মদ চাই।" মদের দোকান বন্ধ করা হলে তারা কর্মবিরতির হুমকিও দেন। প্রসঙ্গত, শুক্রবার (১২ জুলাই) বিকেলে শাহজাদপুর পৌর শহরের পৌর মার্কেটে অবস্থিত সরকার অনুমোদিত দেশি মদের দোকান বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল করে মুসল্লীরা। মিছিল থেকে ওই মদের দোকানে হামলাও চালানো হয়। এরপর থেকেই দোকানটি থেকে মদ বিতরণ বন্ধ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat