মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরের পবিত্র রমজান মাস উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বাজার পরিদর্শন এর সময় বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়। কেউ অতিরিক্ত পণ্যের দাম বেশি নিলে দোকান বন্ধ করে দেওয়া কঠোর সাজা প্রদান করা হবে বলে ঘোষণা দেন।
রবিবার (২ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি নজরুল ইসলামের মুদি দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ কিছু মালামাল ও বিপুল পরিমাণ পলিথিন জব্দ করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন আপনারা কেউ কোন খাদ্য দ্রব্য ভেজাল করবেন না অতিরিক্ত দাম নিবেন না, মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং দোকান বন্ধ করে দেওয়া হবে। পরে বিকালে পলিথিন জন সম্মুখে পুড়িয়ে ফেলা হয়। এদিকে পুরো মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।