মাসুম হোসেন অন্ত, শাহাজাদপুর( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সাড়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। তারা সর্ম্পকে মামাতো ফুফাতো ভাই-বোন।
ভুক্তভুগি শিশুটি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার দুপুরে উপজেলার একটি গ্রাম থেকে ওই কিশোরকে আটক করা হয় বলে জানান শাহজাদপুর থানার ওসি আলী আসলাম।
শিশুর মা বলেন, “দুই মেয়েকে ভাইয়ের বাড়িতে রেখে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করি। সোমবার ১১ বছর বয়সি ভাতিজা আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। তবে ভাইয়ের পরিবার বিষয়টি আমাকে জানায়নি।
“অন্য মাধ্যমে জানতে পেরে শুক্রবার সকালে ঢাকা থেকে বাড়িতে এসে মেয়েকে হাসপাতালে ভর্তি করাই। এ ঘটনায় মামলা করব। আমি ন্যায় বিচার চাই।”
ওসি আলী আসলাম বলেন, বিষয়টি শোনার পর ওই কিশোরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat