প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৪, ৬:৪৮ পি.এম
শাহজাদপুরে স্ত্রীকে ২০ টুকরা করে হত্যা মামলার আসামি ৪০ কেজি গাঁজা সহ আটক

শাহজাদপুর প্রতিনিধি: টানা ১৬ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি পিকআপ ভ্যান থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এসময় পিকআপ মালিক ও চালক মোঃ শহিদুল শেখ ওরফে কোহিনুর ওরফে নূর কে আটক করা হয়। সে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী পাবনার আমিনপুর থানার নগরবাড়ি ঘাট রঘুনাথপুর পশ্চিম পাড়ার মোঃ কোবাদ শেখ এর ছেলে। তার বিরুদ্ধে প্রায় ৪ বছর পূর্বে গর্ভবতী স্ত্রীকে ২০ টুকরা করে হত্যার মামলা রয়েছে। বুধবার (১৭ই জুলাই) রাত সাড়ে ৯টায় ঢাকা (মেট্রো- ন ১৭ ৫০৬৮) নাম্বারের পিকআপ থেকে এই গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৪০ থেকে ৪২ লাখ টাকা। জানা যায়, রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি দল কোহিনুর শেখ কে পাবনার আমিনপুর থানার নগরবাড়ি ঘাট রঘুনাথপুর পশ্চিম পাড়া থেকে আটক করে বগুড়া নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের মাদলায় অবস্থিত ট্যাংকলরি সমবায় ফিলিং স্টেশনে নিয়ে আসে। সেখানে লুকিয়ে রাখা তার নিজের পিকআপ খুলে চালকের আসনের নিচে রাখা ৮টি গাঁজার পুটলা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকারী রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কুড়িগ্রাম থেকে একটি পিকআপে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেখান থেকেই পিকআপটি অনুসরণ করতে থাকি। পরে নগরবাড়ি ঘাট রঘুনাথপুর পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে কোহিনুরকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় সে গাঁজার চালানের পিকআপটি বগুড়া নগরবাড়ি মহাসড়কে শাহজাদপুরের সমবায় ফিলিং স্টেশনে রেখেছে। ঘটনাস্থলে তাকে নিয়ে এসে পিকআপের সিটের নিচে থেকে ৮টি পুনরায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃত কোহিনুর একাধিক মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে প্রায় ৪ বছর পূর্বে নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ২০টুকরা করে হত্যার মামলা রয়েছে। তার পিতা ও ভাই মাদক ব্যবসায়ী বলে জানতে পেরেছি। তাঁকে শাহজাদপুর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat