মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ৭ জন সাংবাদিকের উপরে হামলার ঘটনায় তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে তাদের শাহজাদপুর আমলি আদালতে প্রেরণ করা হয়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানী আসামিদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়, গতকাল বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা মধ্য পাড়া গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তায় মাটি ফেলে যানজট সৃষ্টি দেখতে পায়। পরে রাস্তা থেকে মাটি সরিয়ে রাস্তা পরিষ্কার করতে বলে সাংবাদিকরা। এসময় বেশ কয়েকজন যুবক সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে ও লাঠিসোটা দিয়ে হামলা ছায়ায়। এই ঘটনায় শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল সহ ৭জন সাংবাদিক আহত হয়।
একই দিন দিবাগত রাতে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫/৬ জনের নামে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই থানাপুলিশ অভিযান চালিয়ে ১নং আসামি রবিউল, ২নং আসামি আমির হোসেন ও ৩নং আসামি ইমরানকে গ্রেফতার করে।
এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী বলেন, সাংবাদিকদের উপরে হামলার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
রাতে মামলা দায়েরের পর থানার কয়েকটি টিম সারারাত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শীর্ষ ৩ আসামীকে গ্রেফতার করা হয়। পরে আজ দুপুরে তাদের শাহজাদপুর আমলি আদালতে প্রেরণ করা হয়। তিনি আরো জানান, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat