প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৮:৫১ পি.এম
শাহাজাদপুরে দীর্ঘ সাত ঘন্টা পর উদ্ধার করলো নিখোঁজ ডুবুরীর লাশ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়ি বড়াল নদীতে নৌকা খুজতে গিয়ে তলিয়ে যান আব্দুল মজিদ সরকার (৪৫) নিখোঁজ আব্দুল মজিদ সরকারের লাশ ৭ ঘন্টা পর উদ্ধার করা হয়। নিখোঁজ হবার পর থেকে নদীতে শত শত মানুষ ভীড় করতে থাকে।
জানা গেছে, বুধবার (৫ ফেব্রুয়ারি)সকাল ১১ টায় উপজেলার নুকালী গ্রামের আবু হানিফের ছেলে আব্দুল মজিদ বাঘাবাড়ি বড়াল নদীতে ডুবে যাওয়া একটি বালির নৌকা উদ্ধার করতে গীয়ে সে পানিতে তলিয়ে যায়। শাহজাদপুর ফায়ার ষ্টেশনের একটি দল কর্মী দিনভর নদীতে সন্ধান চালায় কিন্তু তারা উদ্বার করতে না পেরে বিকেল সাড়ে পাঁচটায় রাজশাহীর একটি এক্সপাট টীম এসে বড়াল নদীতে নেমে উদ্ধার অভিযান চালায়। কয়েক ঘন্টার চেষ্টার পরে ডুবে যাওয়া নৌকার ভিতর থেকে নিহত আব্দুল মজিদ সরকারের লাশ উদ্ধার করা হয়।
রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবরী জুয়েল রানা জানান, নিহত মজিদ নৌকা উদ্ধার করার সময় সে আর পানি থেকে উঠতে পারেনি ফলে তার মুত্যু হয়, প্রায় ৪০ ফিট নীচে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, নৌকা উদ্ধার করতে গিয়ে সে পানিতে ডুবে মারা যায়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat