নলডাঙ্গা ( নাটোর) প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গার ব্রহ্মপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা "শিক্ষকদের সম্মানে"একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করছে।
শুক্রবার(২০ ডিসেম্বর) প্রিয় শিক্ষক সম্মেলনে ২০২৪ "প্রজন্ম জানুক শিক্ষকরাই প্রজন্মের বাতিঘর"স্লোগানকে সামনে রেখে নলডাঙ্গার ব্রহ্মপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে সাবেক ১৭ জন ও বর্তমান ১৪ জন শিক্ষককে ক্রেস্ট-চাদর ও উত্তরীয় পরাণ সাবেক ছাত্ররা।
অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার রিজুয়ানুল হালিম সভাপতিত্তে ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুস সাত্তার সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বর্তমান ও সাবেক তিন থেকে চার হাজার শিক্ষার্থী।
এই আয়োজনের মূল লক্ষ্য হল শিক্ষক সমাজের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন করা। এই অনুষ্ঠানটি দেশের সাধারণ মানুষের জন্য একটি নতুন উদাহরণ হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। শিক্ষকের শ্রম,সাধনা ও ত্যাগের মূল্যায়নে এই উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।
ব্রহ্মপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা গর্বের সঙ্গে বলছেন যে, তারা এই প্রতিষ্ঠানেই শিক্ষা গ্রহণ করে নিজেদের আলোকিত করেছেন। তাদের এই উদ্যোগ শিক্ষকের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং শিক্ষামূলক সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্টানে শিক্ষকরা তাদের অতীতে কাটানো সময় স্মৃতিচারন করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat