সোহেল রানা চৌহালী প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর কেজির মোড় প্রেসক্লাব সম্মুখে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ,জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা কমিশন গঠনের দাবিতে অত্র অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ মানববন্ধন করেন।
বুধবার (২৬ শে ফ্রেব্রুয়ারি) দুপুর ১২ টায় এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সম্মুখে পুলিশ কর্তৃক শিক্ষক লাঞ্ছিত হওয়ায় ক্ষোভে তাদের দেশ ব্যাপী আজকের এই কর্মসূচি।
এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষক অংশ গ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমান জোয়ার্দার।
সদিয়া দেওয়ানতলা শংকরহাটি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক মনিরুল ইসলাম বেতিল বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজ সহকারী শিক্ষক, শফিকুল ইসলাম ।
বক্তারা বলেন , শিক্ষকদের উৎসব ভাতা সংশোধন ও সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ না করা হলে তারা তাদের এ আন্দোলন চালিয়ে যাবেন।