নিজস্ব প্রতিবেদক:
শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ইংরেজি নববর্ষের প্রথম দিন বুধবার রাতে সংগঠনের পক্ষ থেকে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করা হয়। গভীর রাত পর্যন্ত শহরের বাজার ষ্টেশন, বাস টার্মিনাল, থানা রোড, গোশালা, বড়পুল, মিরপুর ওয়াবদা, মাছিমপুর, কান্দাপাড়া ও সয়াধানগড়াসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিন্নমুল, হতদরিদ্র, শ্রমিক, দিনমজুর, ভবঘুরে, প্রতিবন্ধি ও শিশুদের হাতে কম্বল ও শীত বস্ত্র তুলে দেন সংগঠনের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক ইয়াসিন আলী, মাসুদ রানা মিলন, মো: কাইয়ুম ও সঞ্চয় কুমার সূত্রধর এবং প্রাক্তন শিক্ষার্থী মাযহারুল ইসলাম, জুবায়ের আহমেদ, সাজ্জাদ আহমেদ শাওন, শৈশব আহমেদ শিশির, মোহাইমিন তামিম ও আলিফ প্রমূখ।
এ প্রসঙ্গে সংগঠনের সদস্য মাযহারুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা মানবিক এ কাজে সহায়তা করেছেন। শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি। আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat