সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এর দ্বিতীয় ধাপে নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথা থানা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মে) বেলা ১১টায় সালথা থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার , প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এমদাদ হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল সালাহউদ্দিন (পিপিএম), সালথা উপজেলা নির্বাহী অফিসার মো. আনিচুর রহমান বালী। অতিরিক্ত পুলিশ সুপার এমদাদ হোসেন, নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্য, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং গ্রাম পুলিশদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat